এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন; অন্তর্বর্তী সরকার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনটাই তারা ঠিকমত করতে পারবে কিনা এ নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে।
শুক্রবার (১৬মে) এবি পার্টি ফেনী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন নেতাদের এক প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি একথা বলেন।
মাস্টার আহছান উল্লাহ’র সভাপতিত্বে ও নারী নেত্রী জাহানারা আক্তার মনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমিনুল ইসলাম এফসিএ, সহ-সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী শাহ আলম বাদল ও কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক রিপন মাহমুদ।
নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি আরো বলেন, জনগণের স্বীকৃতি অর্জনের জন্য রাজনৈতিক দলের অন্যতম বাহন হলো নির্বাচনে অংশগ্রহণ করা। নির্বাচন মানে হলো জয়। পরাজিতদের এখানে কোন গুরুত্ব থাকেনা। জনগণ ভোট দিয়ে তাদেরকেই বিজয়ী করে যাদের প্রতি তাদের আস্থা ও সমর্থন থাকে। পুরোনো দলগুলোর সাথে প্রতিযোগিতা করে নতুন দলের নেতা ও প্রার্থীদের নাগরিক আস্থা ও সমর্থন অর্জন করা বিরাট চ্যালেঞ্জ। দলের নেতাকর্মীদের তিনি সেই চ্যালেঞ্জে সাফল্য অর্জনের নানা দিক নির্দেশনা দেন। রাজধানীতে প্রতিদিনই বিভিন্ন আন্দোলন ও কর্মসূচির কারণে সৃষ্ট জনভোগান্তির কথা উল্লেখ করে তিনি বলেন, সরকারের উচিত যৌক্তিক দাবি দাওয়া বিবেচনার জন্য একটি শুনানী পরিষদ গঠন করা। যাদের কাজ হবে দাবি দাওয়া গুলো শুনে একটা সমাধানের পথ বের করা যাতে মানুষ আস্থা খুঁজে পায়। বৈষম্য ও বঞ্চনার শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেন গণতান্ত্রিকভাবে তাদের আবেদন তুলে ধরতে পারে। অন্তর্বর্তী সরকারের ব্যপারে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার দিকে তারা মনোযোগী নয়, প্রশাসনে তাদের নিয়ন্ত্রণ এখনও দুর্বল। এরকম চলতে থাকলে সংস্কার ও নির্বাচন কোনটাই তারা ঠিকমত করতে পারবেনা বলে জনমনে সংশয় তৈরী হচ্ছে।
ফেনী ও নোয়াখালী অঞ্চলের বন্যা রক্ষাকবজ ‘মুছাপুর ক্লোজার’ পানির প্রবল চাপে ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ব্যাপক নদী ভাঙ্গনের কবলে পড়ে সোনাগাজী উপজেলার ৩ টি ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার ঘর-বাড়ি নিয়ে অনিশ্চিত জীবন যাপন করছে। তিনি শীঘ্রই টেকসই বেড়িবাঁধ পুনঃনির্মাণে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম এফসিএ বলেন, আমরা যদি জনগণের নিকট আমাদের দলের নীতি ও কর্মপন্থা সঠিকভাবে তুলে ধরতে পারি তাহলে আগামী ৫ বছরের মধ্যে এবি পার্টিকে একটি জনপ্রিয় দলে পরিণত করা সম্ভব। তিনি ফেনী ২ আসনের ঘরে ঘরে অধিকার ভিত্তিক সমস্যা সমাধানের রাজনীতির পয়গাম পৌঁছে দেয়ার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
প্রকৌশলী শাহ আলম বাদল ফেনীতে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও নিরাপত্তা ঘাঁটি স্থাপনের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এবিপার্টি ফেনী জেলার সদস্যসচিব প্রভাষক ফজলুল হক, জেলা কমিটির যুগ্ম আহবায়ক মোতাহের হোসেন বাহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত সাজু, ফেনী পৌর শাখার আহবায়ক আবুল কালাম আজাদ সেলিম,সদর যুগ্ম সদস্য সচিব হাফেজ কামরুল,যুব পার্টির আহবায়ক শফিউল্যাহ পারভেজ, সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ।
সভায় আরও উপস্থিত ছিলেন এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, কোষাধক্ষ্য শাহ আলম শাহীন সুলতানী, প্রচার ও মিডিয়া সম্পাদক হাবীব উল্যাহ মিয়াজী, সমাজসেবা সম্পাদক এবি সিদ্দিক, সহ-দপ্তর সম্পাদক নাজরানা হাফিজ অমলান, নারী বিষয়ক সম্পাদক জাহানারা আক্তার মনি, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল হাফিজ খন্দকার, সদস্য কাজী জাহাঙ্গীর আলম, ফেনী সদর উপজেলা সদস্য সচিব আবু সাইদ যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম সবুজ প্রমুখ।