বিরল, দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের বিরলে আশ্রয় নামের একটি বে-সরকারি সংস্থ্যার রিয়্যালাইজ প্রকল্পের অর্ন্তভুক্ত ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা গ্রহনে মনোযোগি করতে এবং প্রাক-প্রাথমিক শ্রেনীর কর্ণার উপকরণসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরন করেছেন। বিভিন্ন শিক্ষা উপকরণের মধ্যে প্রতিটি বিদ্যালয়ে বিতরনকৃত শিক্ষা উপকরণ গুলো হলো, বিভিন্ন চার্ট ১৯ টি, বুক সেলফ ১ টি, ওয়ার ড্রোপ ১ টি, স্টীলের আলমিরা ১ টি, কোমলমতি শিক্ষার্থীদের পাঠ গ্রহনে আগ্রহ করতে মজার গল্পের বই ৫৯ টি, শরীরের তাপমাত্রা মাপার থার্মোমিটার ১ টিসহ প্রাক-প্রাথমিক শ্রেনীর কর্ণার সাজানোর বিভিন্ন ধরনের উপকরণ প্রদান করেন। এ উপলক্ষে আশ্রয় নামের ওই বে-সরকারি সংস্থার বিরল উপজেলা কার্যালয়ে গতকাল সোমবার বেলা ১১ টায় এক আলোচনা সভা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আশ্রয় সংস্থার বিরল ইউনিট ম্যানেজার মধু মহন রায়ের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, আশ্রয় সংস্থার বিয়্যালাইজ প্রকল্পের প্রকল্প ম্যানেজার কেরিনা সরেন।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের সহকারি শিক্ষা কর্মকর্তা (এটিও) জয়ন্ত কুমার, বিশেষ অতিথি আশ্রয় সংস্থার উন্নয়ন কর্মকর্তা সুভাষ মার্ডি, ইডিসি কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন, মাহাতাবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম। এ সময় আশ্রয় সংস্থার ফাইনেন্সিয়াল কর্মকর্তা শেফালী রাণী, এডুকেশন অর্গানাইজার আবু তালেব, শিউলী বেগমসহ সুফলভোগি ২০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, মে ৩০
সংবাদ শিরোনাম
- এরদোয়ানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিনন্দন
- স্মার্ট এডুকেশন ফেস্টিভ্যালে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমে এসএসসি ২০২৬ সালে
- টেকনাফে ৩ লাখ ইয়াবা ইয়াবা উদ্ধার
- নৌযানের প্রথম শ্রেণির মাস্টারশিপ পরীক্ষায় ৭১ জন উওীর্ণ
- গণঅধিকার পরিষদের মানববন্ধনে বাধা দেওয়ার অভিযোগ
- গড়গড়িয়া মাস্টারবাড়ী-বেড়াইদেরচাল-বেপারীবাড়ী-লিচু বাগান সড়কের বেহাল দশা
- তিতাসে শাহিনুল ইসলাম সোহেল এর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
- আশুলিয়ায় গাঁজাসহ গ্রেফতার ১