অন্যায় ঠেকানোই প্রকৃত সহায়তা

ইসলামের কন্ঠ: মানবসমাজে ন্যায়-অন্যায়, জুলুম-অত্যাচার এবং সাহায্য-সহযোগিতা এক অবিচ্ছেদ্য বাস্তবতা। সাধারণত মানুষ মনে করে, সাহায্য করতে হয় শুধু নিপীড়িত বা মজলুমকে। কিন্তু ইসলাম তার শিক্ষায় এক ভিন্ন ও গভীর দিকনির্দেশনা দিয়েছে। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মজলুমকেই নয়, বরং জালিমকেও সাহায্য করার শিক্ষা দিয়েছেন। চলুন জেনে নেই সেই সাহায্যের ধরণ কীরূপ- আনাস (রা.) […]