অবশেষে সাতক্ষীরার তালায় “সাংবাদিক হামলা মামলার” আসামি রমজান কারাগারে

অবশেষে সাতক্ষীরার তালায় "সাংবাদিক হামলা মামলার" আসামি রমজান কারাগারে

আক্তারুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরার তালায় সেই বহুল আলোচিত ও সমালোচিত সন্ত্রাসী রমজান অবশেষে কারাগারে।  জানা গেছে, রবিবার (১২ জানুয়ারি) বিজ্ঞ আদালতে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ছিলেন  আবুল কালাম বাবলা। এসময় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুজাতা আমিন আসামি রমজান আলী সরদারের জামিন নামঞ্জুর করেন। একইসাথে তাকে জেলা কারাগারে প্রেরণ করার আদেশ দেন। প্রসঙ্গত, গত ১৯ ডিসেম্বর […]