আজ ১০ ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবস
স্টাফ রিপোর্টার : গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নূর হোসেন একটি অবিস্মরণীয় নাম। ১৯৮৭ সালের ১০ই নভেম্বর স্বৈরাচার বিরোধী আন্দোলনের এক লড়াকু সৈনিক হিসেবে তিনি রাজপথে নেমে এসেছিলেন বুকে পিঠে ‘গণতন্ত্র মুক্তি পাক স্বৈরাচার নিপাত যাক ‘স্লোগান লিখেছিলেন।গণতন্ত্রের দাবিতে সোচ্চার এই যুবকের কন্ঠকে দগ্ধ করে দিয়েছিল স্বৈরাচারের বন্দুক।স্বৈরাচারের বুলেট বুকে বরণ করে নিয়েছিল শহীদ নূর হোসেন। […]