আদালতের ডকে থাকা ২ ব্যক্তিকে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টায় ৬জনের বিরুদ্ধে মামলা
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত চলমান থাকাবস্থায় আদালত কক্ষে উপস্থিত বিজ্ঞ বিচারক, বিজ্ঞ আইনজীবিগনের সম্মুখে দরজায় লাথি মারাসহ আদালতের ডকে থাকা ২জন ব্যক্তিকে জোরপূর্বক ছিনাইয়া নিয়া আদালতকে তুচ্ছতাচ্ছিল্য ভাষায় কথাবার্তা বলা ও অসৌজন্য মূলক আচরনসহ বিভিন্ন অপরাধে মৌলভীবাজার আইনজীবি সহকারী রণজিত কুমার নাগ (৪২) যশোবস্ত ভট্রাচার্য (৩২), রাখু কান্তি […]