আলোচনায় জামায়েত-বিএনপি

মো.ইউসুফ আলী- বাংলাদেশের রাজণীতিতে এখন ব্যাপক আলোচনায় রয়েছে জামায়েত-বিএনপি।’২৪এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই এ দুটি দল নিয়ে দেশের সাধারণ মানুষের মাঝে চলছে নানামূখী আলোচনা। দেশের বর্তমান প্রেক্ষাপটে সর্বত্র আলোচনার বিষয় এখন ওই একটাই। কারন ’২৪এর গণ- অভ্যুত্থান পরবর্তী সময়ে গত এক বছরে তাদের রাজনৈতিক দর্শন ও অন্যসব কর্মকান্ডও মানুষ দেখেছে ভিন্ন ভিন্ন ভাবে। দেশবাসীর এই […]