কলাপাড়ায় বাণিজ্যিকভাবে গোল গাছের আবাদ করছেন কৃষকরা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ গোল গাছ। একটি অর্থকড়ি ফসল। উপকূলীয় সাগরপারের এ জনপদে গোল গাছ সকল শ্রেণির মানুষের কাছে পরিচিত। বহুমুখি ব্যবহারে এর বিকল্প নেই। এক সময়, (ষাটরে দশক) এমন কোন গ্রাম নেই যেখানে গোল গাছ ছিল না। বিশেষ করে জোয়ারের পানি প্রবহমান এমন খালের পাড়ে কিংবা বিলে গোলগাছের বাগান ছিল। খাল-বিলের এই অঞ্চলে […]