কাঁঠালিয়ার আমুয়ায় ঐতিহ্যের দশরা উৎসব

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া বন্দরের হলতা নদী মোহনায় দুইদিন ব্যাপী দশরা উৎসব পালিত হচ্ছে। রোববার (১৩ অক্টোবর) থেকে দুইদিনের এ উৎসব শুরু হয়েছে। বিষখালী নদীর তিনটি শাখা নদীর হলতা মোহনায় প্রতিবছরের মত এবারও দশরা উৎসবে উপকূলীয় এলাকার কয়েক হাজার উৎসব মুখর মানুষ সমবেত হন। বিজয় দশমীর শেষ বিকেলে নদী মোহনায় দুর […]