গাইবান্ধায় বাজার শূন্য পেয়াজ,কেজিতে দাম বেড়েছে ৪০- ৫০ টাকা
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা, গাইবান্ধায় বাজার শূন্য হয়ে পড়েছে দেশি পেঁয়াজ। চার দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা।গাইবান্ধা পুরান বাজার,নতুন বাজার,হকাস্ মার্কেট, দারিয়াপুর বাজার ও তুলশিঘাট তুলনামূলক ভাবে বাজারগুলোতে ওঠানামা করছে পিঁয়াজের দাও। খুচরা ব্যবসায়ীরা বলছেন, আড়তদারদের সিন্ডিকেটের কারণে পেঁয়াজের দাম বেড়েছে। পাইকারি বিক্রেতারা বলেন,দেশী পেঁয়াজের মজুত কমে আসছে। ফলে বাজারে এই […]