গদাইপুর গ্রামের প্রতিটি বাড়ি যেন একটি নার্সারি
পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলার গদাইপুর নার্সারি গ্রাম নামে খ্য্যত। এ গ্রামের প্রায় প্রতিটি বাড়ি যেন একটি নার্সারি। কোথাও অনাবাদি নেই এক চিলতে জমি। নার্সারি পেশাই গদাইরের মানুষের ভাগ্য বদলে দিয়েছে। গ্রামটিতে নীরব অর্থনৈতিক বিপ্লব ঘটে গেছে। গদাইপুরের নার্সারি দেশে চারা উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। নার্সারি শিল্পে অবদান রাখায় চারা উৎপাদনে নার্সারি ক্যাগরিতে পরিবেশ […]