গাইবান্ধায় ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: গাইবান্ধা সুন্দরগঞ্জ উপজেলা বামনডাঙা গ্রামে গরুর খামরে একটি গাভী ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম দিয়েছে।গরুর খামারির মালিক জাহাঙ্গীর আলম। সাধারণভাবে বাছুরের চার পা থাকে, সেখানে ঘাড়ের উপরে দুটি অতিরিক্ত পা । এমন অদ্ভুত ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং শতশত জনতা বাছুর দেখতে ভিড় জমাচ্ছে গরুর খামারের পাশে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, […]