গাইবান্ধায় পানি ও স্রোতের তীব্রতা নেই তবু ভাঙন, এখন নদীর গতিপ্রকৃতি দেখে প্রস্ততি নিয়ে মুশকিল
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: নদীতে তেমন পানি নেই, স্রোতও কম, তবুও ভ্ঙান, নদীর গতিপ্রকৃতি দেখে এখন বোঝা মুশকিল ভ্ঙান হবে কি না-এমন অভিমত ব্যক্ত করেন চর দিঘলকান্দি গ্রামের প্রবীন ব্যক্তি মফিজ উদ্দিন সরকার। তিনি বলেন, আগে নদীর পানি ও স্রোত দেখে নদীভ্ঙানের তীব্রতা নির্ণয় করা যেতো, কিন্তু এখন সেই ধরনা ও অনুমান কাজে লাগছে না। […]