চিংড়াখালী মসজিদে নাম নিয়ে বিরোধ আদালতে মামলা

চিংড়াখালী মসজিদে নাম নিয়ে বিরোধ আদালতে মামলা

খেলাফত হোসেন খসরু,পিরোজপুরঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার উত্তর চিংড়াখালী এলাকার শতবর্ষী ঐতিহ্যবাহী খানবাড়ি জামে মসজিদকে ঘিরে নামকরণ নিয়ে বিরোধ এখন কীব্র আকার ধারণ করেছে। এই মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে  নামাজের সময় অশান্তির সৃষ্টি এবং উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে। আদালতে মামলা, মসজিদে অস্থিরতা স্থানীয় মুসল্লি ও খান পরিবারের সদস্যদের অভিযোগ, একটি গোষ্ঠী দীর্ঘদিন ধরে মসজিদের ঐতিহাসিক […]