ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি।   ‘নারীদের আত্ম রক্ষার্থে কারাতে হোক অন্যতম হাতিয়ার’ এ শ্লোগানে ঝিনাইদহে ২ দিন ব্যাপী কারাতে প্রশিক্ষণ ও ২৬ তম বেল্ট পরীক্ষার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের উপ-শহর পাড়ার সোতোকান কারাতে দো’র প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।   সোতোকান কারাতে দো’র প্রতিষ্ঠতা পরিচালক কাজী আলী আহাম্মেদ লিকু’র সভাপতিত্বে প্রধান অতিথি […]