নাজিরপুরে কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার
খেলাফত হোসেন খসরু, পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরের দীর্ঘা বাজার উন্নয়নের কাজ দীর্ঘ দিন পড়ে আছে কিন্তু ঠিকাদার কাজ না করে বিল হাতিয়ে নিয়েছেন। নাজিরপুরের মাহামুদকান্দা এলাকার এস এস এন্টারপ্রাইজ (প্রোপাইটর সাইফুল ইসলাম) নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ হলেও কাজটি করছেন পিরোজপুর শহরের জাহিদুল ইসলাম অংশু নামের এক ঠিকাদার। যিনি নিজেকে সাবেক এমপি ও মন্ত্রী শ. ম. […]