পানি শুকাতেই নিকলীতে চর দখলের দ্বন্দ্ব চরমে!

পানি শুকাতেই নিকলীতে চর দখলের দ্বন্দ্ব চরমে!

আশরাফুল আলম,স্টাফ রিপোর্টার (কিশোরগঞ্জ) নিকলীতে হাওরের পানি শুকিয়ে যেতেই শুরু হয়েছে চর দখলের বিষয়ে প্রভাবশালীদের দ্বন্দ্ব। চরের মালিক প্রকৃতপক্ষে সরকার হলেও বাস্তবে স্থানীয় ক্ষমতাসীনরাই যেনো সেখানকার মালিক ও হর্তাকর্তা। লাল নিশান টাঙিয়ে চলে এখানকার চরের দখল। এবার স্থানীয় আ’লীগ পরবতী সেখানকার বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে চরের ভূমি দখলের সীমাহীন অভিযোগ উঠেছে। দেশে অন্তবর্তীকালীন সরকার থাকলেও বর্তমানে […]