৩ সপ্তাহেও গ্রেফতার হয়নি হত্যা মামলার আসামি
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে ৪নং আপার কাগাবলা ইউনিয়নের আগিউন গ্রামের খারদ্বারা খালে ছিটকি জাল পাতানো-কে কেন্দ্র করে ফখরুল ইসলাম (৩৫)-কে কুপিয়ে হত্যার ঘটনা ৩সপ্তাহের অধিক সময় পার হলেও প্রধান আসামী রায়হান মিয়াসহ অন্যান্য আসামীকে গ্রেফতার করতে পারেনি আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনী। এতে ক্ষুব্দ নিহত পরিবারসহ এলাকাবাসী। পুলিশ বলছে প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা […]