ফুটপাত দখলমুক্ত চায় কালীগঞ্জ পৌরবাসী

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ প্রতিনিধি ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার  পৌর এলাকার মেইন বাসস্ট্যান্ড থেকে শহরমুখী কালিবাড়ি মোড়ের তেমাথা এবং কালিবাড়ি থেকে থানা রোড। অপরদিকে কালিবাড়ি থেকে নলডাঙ্গা এবং হাসপাতাল সড়কের দুপাশের ফুটপাত এবং রাস্তার অনেকটা স্থানজুড়ে দীর্ঘদিন ধরে হকারদের দখলে রয়েছে । অবৈধভাবে ফুটপাত দখল এবং রাস্তার উপরে তিন স্তরের দোকান বসিয়ে ব্যবসা পরিচালনা করাই সাধারণ মানুষের চলাচল […]