বন্যার্ত মানুষের মাঝে কেরানীগঞ্জস্থ পটুয়াখালী জেলা সমিতির খাদ্যসামগ্রী ও বস্ত্র বিতরণ

ফেনী প্রতিবেদক: কিছু কিছু এলাকায় বানের পানি নেমে গেলেও এখনও কাটেনি বানভাসী মানুষের দুর্ভোগ-দুর্দশা। নোয়াখালি-ফেনী ও তৎসংলগ্ন  বন্যা দুর্গত বিভিন্ন এলাকার প্রত্যন্ত অনঞ্চলে এখনও চলছে বিশুদ্ধ খাবার পানি,খাদ্যসামগ্রী ও ঔষধ সামগ্রীর হাহাকার। সুপেয় পানির অভাব ও পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকা সমূহে। বন্যা দুর্ঘত এসব এলাকায় সাহায্য করেে যাচ্ছেন সরকারি-বেসরকারি নানা […]