বরগুনায় অতি বৃষ্টিতে আমন আবাদের ব্যাপক ক্ষতি, কৃষক দুশ্চিন্তায়
মোঃ আসাদুজ্জামান , বরগুনা: গত দুই মাসের টানা বৃষ্টিতে ধানক্ষেতে জলবদ্ধতায় পঁচে যায় কৃষকের আমন ধানের বীজতলা। বীজতলা পঁচে যাওয়ায় আমন চাষাবাদে বড় রকমের লোকসানে পড়েছেন উপকূলীয় জেলা বরগুনার দরিদ্র কৃষকরা। একাধিকবার ধানের বীজ বপন করেও ধানের চারা তৈরি করতে ব্যর্থ হয়েছেন কৃষক। শেষ অব্দি ধার দেনা করে পার্শ্ববর্তী এলাকা থেকে ধানের চারা ক্রয় করে […]