বরগুনায় আড়াই বছরেও শেষ হয়নি ব্রীজ নির্মাণ, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ
বরগুনা প্রতিনিধি: এলজিইডির তত্বাবধানে বরগুনা সদর উপজেলার সুজার খেয়াঘাট খাকদন নদীর ওপর ব্রীজের নির্মাণ কাজের সময়সীমা এক বছর বেঁধে দেয়া হলেও আড়াই বছরেও তা শেষ হয়নি। অসমাপ্ত ব্রীজের কাজ দীর্ঘদিন পড়ে থাকায় চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ। ২০২১ সালে বরগুনার সুজার খেয়াঘাট খাকদন নদীর ওপর ৭২ মিটার গার্ডার ব্রীজ নির্মাণ কাজের দরপত্র আহবান করে স্থানীয় […]