বরগুনায় উপকূল দিবসে’র দাবিতে প্রদীপ প্রজ্বলন 

বরগুনায় উপকূল দিবসে’র দাবিতে প্রদীপ প্রজ্বলন 

বরগুনা প্রতিনিধিঃ ১৯৭০ সালের ১২ নভেম্বরকে রাস্ট্রীয় ভাবে উপকুল দিবস ঘোষনার দাবী জানিয়েছে বরগুনার উপকুলের জনগন। মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যার পর বরগুনা নাথপট্রি লেকে ‘উপকুল রক্ষায় আমরা’ নামের সংগঠন মোমবাতিপ্রজ্বলন, ও স্মৃতিচারন সভার আয়োজন করে। সাংবাদিক চিত্ত রঞ্জন শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সমাজ সেবক ও সাংবাদুক হাসান ঝন্টু,সিপিবির নির্বাহী পরিচালক জাকির হোসেন মিরাজ, সাংবাদিক আরিফ […]