তোফাজ্জল : নির্মমতায় ঘেরা জীবন,বর্বরতায় শেষ!

“মিয়াজী সেলিম আহমেদ” তোফাজ্জল বরগুনার পাথরঘাটার কাঁঠালতলী ইউনিয়নের  চরদুয়ানী গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে তোফাজ্জল ছিলেন ছোট। তোফাজ্জলের পরিচিতজন ও প্রতিবেশীর কাছ থেকে জানা যায়, তিনি ছিলেন মেধাবী। বরিশাল বিএম কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্স করার পর প্রেম ঘটিত কারনে মানসিক ভারসাম্য হারান তোফাজ্জল। যে কারণে নতুন করে জীবন শুরু করতে পারেনি। তাছাড়া  […]