পাইকগাছায় পতিত জমিতে ১৭৩ প্রজাতির ফল চাষ

রফিকুল ইসলাম খান: পাইকগাছায় আগাছাপূর্ণ ফেলে রাখা ৩৪ একর পতিত জমি। যেখানে ছিল আগাছা, বিষাক্ত সাপ, পোকামাকড় আর ইঁদুরের অভয়ারণ্য। দীর্ঘদিন যাবৎ অবহেলায় পড়ে থাকা খালের দু’পাড় পরিষ্কার করে গড়ে তোলা হয়েছে আধুনিক কৃষি খামার। যেন এক অপূর্ব সবুজ প্রান্তর। বিভিন্ন দেশি-বিদেশি ফল ও ফসলের স্বর্গরাজ্য। এমন অসাধ্যকে সাধন করে এলাকাটি সবুজ শস্যের বেষ্টনী তৈরি […]