মঠবাড়িয়ায় ব্যাংকের সীল জাল করে গ্রাহকের টাকা আত্মসাৎ

  খেলাফত হোসেন খসরু, পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া পৌরসভার পানি ব্যাবস্থাপণা শাখার বিল ক্লার্ক মোঃ বাবুল মিয়া রূপালী ব্যাংকের সীল জাল করে ৬ হাজার ৭‘শ টাকা আত্মসাৎ করেছেন। এঘটনার ভুক্তোভোগী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বাসিন্দা ডাঃ মোঃ আলতাফ হোসেন পৌর কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি সকলের নজরে আসে। বিল ক্লার্ক বাবুল মিয়ার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে জালিয়াতির […]