মানা হচ্ছে না বন ও পরিবেশ উপদেষ্টার নির্দেশনা
জাহেদ হাসান, কক্সবাজার : কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের সংরক্ষিত বনের গাছ ডাম্পার গাড়িতে করে বিভিন্ন এলাকায় পাচার হচ্ছে রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত এর সহযোগিতায়।প্রতিদিন বনের বুক ছিড়ে গাছভর্তি ডাম্পার বাহির হয় শত শত ডাম্পার। পানেরছড়া রেঞ্জ কর্মকর্তা রতন লাল মহত এর বিরুদ্ধে পাহাড় সমপরিমাণ অভিযোগ। অভিযোগ আছে পাহাড় খেকো, বালু খেকো,বনভূমি দখলকারী […]