মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে যুবকের ওপর হামলা

মৌলভীবাজারে পূর্ব বিরোধের জের ধরে যুবকের ওপর হামলা

মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার হেলথ এইড ডায়গৃনিষ্টিক সেন্টার এর ২য় তলায় ক্যাশ কাউন্টারের সম্মুখে হামলার ঘটনায় আহত যুবকের অবস্থা আশংকাজনক। পূর্ব বিরোধের জের ধরে গত ২৩ মে রাতে শ্রীমঙ্গল রোডস্থ হেলথ এইড ডায়গনিষ্টিক সেন্টারে ওৎ পেতে থাকা তবারক মিয়া (৪৫), তানভির হোসেন (২০), তানিম হোসেনগংরা সিএনজি চালক সাইফুল ইসলাম-কে বসা অবস্থায় দা, লাঠি, ডেগারসহ […]