রাজনগরে হারিউন বিল জলমহালের ইজারা পেলেন আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি

মৌলভীবাজার প্রতিনিধি : রাজনগরে ১৪৩২-১৪৩৪ মেয়াদে “হারিউন বিল” (বদ্ধ), লীজ প্রদানে জলমহাল ব্যবস্থাপনা কমিটিতে অনুমোদিত : জলমহাল নীতিমালার সকল শর্ত পূরণ করায় চুক্তিপত্র সম্পাদনক্রমে জলমহালের দখল বুঝে নেওয়ার জন্য আশার আলো মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর সভাপতি মো: জসিম মিয়াকে অনুরোধ জানানো হয়েছে। গত ১১ মার্চ রাজনগর উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা স্বাক্ষরিত (স্বারক নং- […]