রাজনগর থানার সাবেক ওসি মোহাম্মদ নজরুল ইসলাম চুনারুঘাট থানায় যোগদান

মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগর থানার সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম- হবিগঞ্জ জেলার চুরারুঘাট থানায় যোগদান করেছেন। জনবান্ধব এ পুলিশ কর্মকর্তা মৌলভীবাজার সদর মডেল থানায় ওসি (তদন্ত) ও সর্বশেষ সিলেট টুরিষ্ট পুলিশ-এর ওসি হিসাবে দায়িত্ব পালণ করেন।  রাজনগর থানায় ওসি হিসাবে দায়িত্ব নেয়ার পর পাল্টে যায় থানার ভেতর ও বাহিরের দুশ্যপট। সকল শক্তি-অপশক্তিকে উপেক্ষা করে […]