রাজশাহী গোদাগাড়ীর পদ্মা পাড়ের জনগোষ্ঠীর জীবনধারা
সানোয়ার আরিফ, রাজশাহী : উত্তরবঙ্গের প্রানকেন্দ্র রাজশাহী জেলার বরেন্দ্রভূমি জনপদ অঞ্চল গোদাগাড়ী। গোদাগাড়ী উপজেলা সদর সংলগ্ন বহমান পদ্মানদী।এদেশের অন্যতম প্রমত্তা পদ্মা নদী রাজশাহী জেলার গোদাগাড়ীকে সারা দেশে এনে দিয়েছে ব্যাপক পরিচিতি । পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গানদীর প্রধান শাখা । এটি বাংলাদেশের তিন প্রধান নদীর একটি। পদ্মা নদী এই উপজেলার মানুষের […]