রাজশাহী ডিবির হাতে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার ১

রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর গোদাগাড়ী থানার ছয়ঘাটি তিন রাস্তার মোড় হতে গতকাল সোমবার রাত ১২ টায় এক মাদককারবারিকে ২ কেজি ৪০০ গ্রাম হেরোইন-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ। গ্রেফতারকৃত সিরাজুল ইসলাম আনন্দ (৩২)।রাজশাহী মহানগরের শাহমখদুম থানার সুজানগর পবাপাড়ার সানোয়ার হোসেনের পুত্র । ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবিথর এসআই (নিরস্ত্র) আ: রহিম ও ফোর্স-সহ রাজশাহী […]