রাজশাহী সিভিল সার্জন দপ্তর: চারটি স্বাস্থ্যকেন্দ্রে কেনাকাটা না করেই অর্থ লোপাট!

সানোয়ার আরিফ,রাজশাহী ব্যুরো: রাজশাহী সিভিল সার্জনের বিরুদ্ধে নগরীতে অবস্থিত চারটি স্বাস্থ্যকেন্দ্রে কেনাকাটার নামে হরিলুটের অভিযোগ উঠেছে। কেনাকাটার নামে লাখ লাখ টাকা তোছরুপের অভিযোগ উঠেছে। আদৌ অধিকাংশ আসবাবপত্র কেনায় হয়নি। কোনো কোন কেন্দ্রে কিছুই কেনা হয়নি। কিন্তু একেকটি কেন্দ্রের নামে সাড়ে ১৩ লাখ টাকারও বেশি বিল উত্তোলন করে লোপাট করা হয়েছে। এ নিয়ে চারটি স্বাস্থ্যকেন্দ্রের দায়িত্বরত […]