রূপগঞ্জে ভুলতা মহাসড়কে অবৈধ কাঁচাবাজার, নজরদারী নেই হাইওয়ে পুলিশের  

মোঃআবু কাওছার মিঠু  ,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ   নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানা ও ভুলতা হাইওয়ে পুলিশের নজরদারীর অভাবে ঢাকা-সিলেট মহাসড়কে দুই তৃতীয়াংশ জুড়ে প্রতিদিন বসছে কাঁচাবাজার। মাসে দুয়েকবার উপজেলা প্রশাসন সকালে উচ্ছেদ অভিযান চালালেও বিকেলে আবার দখল হয়ে যায়। ভুলতা হাইওয়ে পুলিশ ও ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ঢাকা-সিলেট মহাসড়কে আধা কিলোমিটারজুড়ে এ কাঁচাবাজার বসছে।   সরেজমিন ঘুরে […]