লাল মরিচে রঙ্গিন গাইবান্ধার চরাঞ্চল

লাল মরিচে রঙ্গিন গাইবান্ধার চরাঞ্চল

শহিদুল ইসলাম খোকন: গাইবান্ধা ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে ছোট বড় প্রায় শতাধিক চরাঞ্চলে মরিচ,ভুট্টা ,বাদামসহ নানা ফসল। চাষ হয়।  গাইবান্ধার সাত উপজেলা  গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা,গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জসহ বিভিন্ন চরাঞ্চলের মাইলের পর মাইল চাষ হয় এ মরিচ।এ অঞ্চলে পলি ও বেলে-দোআঁশ মাটি মরিচ চাষের জন্য উপযোগী। চরাঞ্চলের বিস্তৃর্ণ এলাকা জুড়ে মরিচের সবুজের সমারোহের […]