শিক্ষা সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়া প্রয়োজন
দিন বদলের বইছে হাওয়া, শিক্ষা মোদের প্রথম চাওয়া। এ শ্লোগানে দেশের সকল শ্রেণী-পেশার মানুষই একমত। কিন্তু এ দেশের রাজণীতির যাতাকলে পরে আমাদের শিক্ষাব্যবস্থায়ও নেমে এসেছে চরম বিপর্যয়। সদ্য পতিত সরকার নিজের ক্ষমতা ও গদি পাকা পোক্ত করতে শিক্ষা ব্যবস্থায়ও এনেছিল ব্যাপক পরিবর্তন। এক কথায় শিক্ষা পদ্ধতিকেই পাল্টে দিতে চেয়েছিল তৎকালিন ক্ষমতাসীন ফ্যাসিষ্ট […]