সব রাজনৈতিক দলগুলোরই উচিত ড.ইউনূস সরকারকে সহযোগিতা করা

বাংলাদেশ জোয়ার ভাটার দেশ। প্রকৃতির জোয়ার ভাটার মতই এদেশের মানুষও ঘন ঘন রং বদলায়। কথায় বলেনা যে মানুষের মন আর আকাশের রং বদলে যেতে সময় লাগে না। বাঙালীর প্রতিটি মানুষের ক্ষেত্রেই যেন এমন উক্তি প্রযোজ্য। এ দেশের বেশীর ভাগ মানুষের মন-মননও তাই। তারা কখন কি করেন আন্দাজ করা কঠিন। তারা এখন চাইবে রাষ্ট্র সংস্কার আবার […]