সমাবেশে যোগ দিতে পারলেই মিলবে লাখ লাখ টাকা! ছাত্র ও জনতা মিলে আটক করেছে ৮ বাস
আশরাফুল আলম (স্টাফ রিপোর্টার) কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের নিকলী ও বাজিতপুর হতে সমাবেশে যোগ দিতে যাওয়া ৮টি যাত্রীবাহী বাসই বাজিতপুর উপজেলাধীন হিলোচিয়া টু ঢাকা ভায়া সরারচর রাস্তায় আটক করে স্থানীয় ছাত্রজনতা ও গ্রামবাসী মিলে। অপরদিকে বাকী আরও ৪টি বাস ঢাকায় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে নামার পরপরই সেবা সদস্যরা আটক করেছে বলে জানা গেছে। অনুসন্ধানে জানা গেছে […]