গুরুত্ব হারাচ্ছে ডাক বিভাগের, ২৪দিনে প্রাপকের কাছে চিঠি
মৌলভীবাজার প্রতিনিধি : ডাক বিভাগের গ্রাহক সেবায় হয়রানি, ছিঠি পেতে বিলম্ব। সময় মত গ্রাহকের চিঠি প্রাপকের কাছে পৌছে না দেওয়া। রেজিষ্ট্রিকৃত চিঠির প্রাপ্তী স্বীকার পত্র না পৌছানো। বিলম্বে পৌছানোসহ গ্রাহকদের হয়রানি কিছুতেই বন্ধ হচ্ছে না। নিয়মিত তদারকি না থাকা ও ডাক বিভাগের কর্মকর্তাদের চরম উদাসীনতা ও স্বেচ্ছাচারিতার কারণে বিভাগটি ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। […]