৯ বছরেও হয়নি সাঁওতাল হত্যার বিচার, সমাবেশে বক্তাদের অগ্নিঝরা ক্ষোভ
শহিদুল ইসলাম খোকন, গাইবান্ধা: নয় বছরেও গাইবান্ধার তিন সাঁওতাল হত্যার বিচার হয়নি, বাস্তবায়িত হয়নি কোনো আশার বাণী। নির্যাতনের শিকার আদিবাসী সাঁওতালরা বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন। বুধবার দুপুরে গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) চত্বরে ‘সাঁওতাল হত্যা দিবসে’ আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। ২০১৬ সালের ৬ নভেম্বরের ঘটনার করুণ কাহিনী উল্লেখ করে বক্তারা বলেন, আহতরা […]