ডেমরায় ঘরের চালা খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

 

 

ডেমরায় মারধর করে প্রাণনাশের ভয় দেখিয়ে আদালতে বিচারাধীন সম্পত্তিতে প্রবেশ করে বসতঘরের চালা খুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (০৩ মে) ডেমরা থানার শুকুরসি এলাকায় এই ঘটনা ঘটে।এই বিষয়ে ভুক্তভোগী হাসিনা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে ডেমরা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হচ্ছেন এলাকার বাসিন্দা মৃত আমির উদ্দিনের চার ছেলে যথাক্রমে অহেদ আলী ওরফে ওয়াহিদুজ্জামান, সহর আলী ও মোহাম্মদ আলী (৪) কবির হোসেন ।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী হাসিনা বেগম নামে এই নারী তার পৈতৃক সূত্রে প্রাপ্ত ভোগদখলীয় ২৬ শতাংশ জমি ও বাড়ি নিয়ে অভিযুক্ত ব্যক্তিদের সাথে বিরোধ চলে আসছিল। উক্ত জমির বিষয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান। হঠাৎ করে শনিবার সকাল আটটার দিকে অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগীর বসতঘরের টিনের চালা খুলে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিলে তাকে এলোপাতাড়ি ভাবে মারধর করে শরীরে নীলা ফোলা জখম করে। ভুক্তভোগী বাধা প্রদান করলে তাকে খুন জখম করবে বলে হুমকি প্রদান করে। পরে তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন এসে উদ্ধার করে। বর্তমানে অভিযুক্ত ব্যক্তিদের প্রাণনাশের হুমকিতে ভয়ে আতঙ্কে আছেন ভুক্তভোগী হাসিনা বেগম। উক্ত বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদয় হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে ডেমরা থানার অফিসার ইনচার্জ মাহমুদুর রহমান জানান এই ঘটনার খবর পেয়ে আমি তাৎক্ষণিক আমার অফিসার পাঠিয়ে ভাঙচুর বন্ধ করিয়েছি এবং তদন্ত চলমান আছে সঠিক তথ্য যাচাই করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

Contact with your
Creative & Technology Partner

Advertisement