অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না হতদরিদ্র হাসান গাজীর পরিবার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিঃ

 

“মানুষ মানুষের জন্য” একটু সহানুভুতি কি পেতে পারে না..প্রখ্যাত শিল্পি ভুপেন হাজারিকার কন্ঠের শব্দ চয়নের নির্মম বাস্তবতা বিরাজমান কলাপাড়া উপজেলার টিয়া খালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামের হতদরিদ্র মোঃ হানিফ গাজী’র মস্তিস্ক বিকৃত পুত্র হাসান গাজী’র চলমান জীবন বাস্তবতায়। দীর্ঘ একযুগ মস্তিস্ক বিকৃত টগবগে যুবক হাসান গাজী অর্থাভাবে বিনা চিকিৎসায় জীর্ন কুটিরে জীবন মৃত্যুর সন্ধিক্ষনে ধুঁকে ধুঁকে কে মৃত্যুর হীম শীতল স্পর্ষের অপেক্ষায়।

 

হাসান গাজী ২০১০ সালে রাজধানী ঢাকার একটি গার্মেন্টসে উচ্চ পদে ভালো বেতনে চাকুরীতে যোগদান করে।মা বাবার স্বপ্ন প্রত্যাশা পুরনে হাসান গাজী দিনরাত পরিশ্রম করে আসছিল। চলছিলও বেশ।সংসারের অভাবের বোঝা ষখন লাঘবের পথে ঠিক তখনই অমানিশার কালো মেঘে বিপর্যয় ঘটে হাসান গাজীর জীবন বাস্তবতায়। ২০১৩ সালে প্রেম সংক্রান্ত ঘটনায় প্রেমিকা কর্তৃক প্রতারিত হলে হাসান গাজীর জীবনে ঘটে ছন্দপতন। মস্তিস্ক বিকৃত হয়ে যায়। পুত্রের জীবন রক্ষায় পিতামাতা তাদের জায়গা জমি যা ছিল সব বিক্রি করে ও পুত্রের পুর্ন চিকিৎসা করাতে না পেরে হতাশায় নিমজ্জিত ওই হতদরিদ্র পরিবার এখন দিশেহারা হয়ে পড়েছে। ঢাকায় চিকিৎসক ফারুক আলমের কাছে চিকিৎসাকালীন সময়ে শেষ সম্বল সম্পত্তি বিক্রি করে ছেলের চিকিৎসা করাতে গিয়ে এখন সর্বশান্ত হয়ে গেছে মস্তিস্ক বিকৃত হাসান গাজীর বাবা আইয়ুব গাজী। মা নুরজাহান বেগম কান্না ভেজাকন্ঠে জানান, তাদের দুর্দশার ইতিবৃত্ত। ডাক্তার ফারুক আলমের ব্যবস্থাপত্রে ওই সময়ে কিছুটা সুস্থ্য হলেও টাকার অভাবে পুর্ন চিকিৎসা করাতে না পেরে অসহায় বাবা-মা পশ্চিম টিয়াখালীর গ্রামের বাড়ীতে বন্দী করে রাখে হাসান গাজীকে। ব্যয়বহুল চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পরেছে হতদরিদ্র পরিবারটি। পুর্ন চিকিৎসা করাতে পারলে হাসান গাজী সুস্থ্য জীবন ফিরে পেতে পারে। কিন্তুু সেটাও পারছেন না অর্থাভাবে বিনা চিকিৎসায় ক্রমান্বয়ে ধাবিত হচ্ছে মৃত্যুর হিম শীতল স্পর্ষের দিকে। সবকিছু হারিয়ে পিতামাতা এখন দু,মুঠো ভাতের অনিশ্চিত জীবন বাস্তবতায় শ্রমবিক্রি করে জীবন চালাচ্ছে হাসানের পরিবার।

 

নুন আনতে পান্তা ফুরানোর অভাব অনটনে মস্তিস্ক বিকৃত হাসানের চিকিৎসা এখন থমকে রয়েছে। একটু সহানুভুতি সাহায্য পেলে হাসান গাজী ফিরে পেতে পারে সুস্থ্য জীবন। দরকার মানবিক সহায়তা।

 

হতদরিদ্র আইয়ুব গাজীর পরিবার তাদের সন্তান হাসান গাজীর ব্যয়বহুল চিকিৎসায় দেশের সকল ঢন্যাড্য মানবিক মানবতার ফেরীওয়ালাদের মানবিক আচরন প্রত্যাশা করছেন। বিবেকবান মানুষের অর্থ সহায়তায় ফিরে পেতে পারে এক অসহায় পরিবারের পুত্র হাসান গাজীর চিকিৎসা সহায়তায় সুস্থ্য জীবন।

 

আসুন আমরা বিবেকের তারনায় এক অসহায় মানুষের পাশে দাড়াই। সাহায্য সহায়তার হাত বাড়িয়ে দেই একটি জীবন বাঁচাতে।

 

মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর মানবিক সহায়তা সহ বিত্তবানদের একটু মানবিক কৃপা পেতে হাসান গাজীর জীবনের কন্টকাকীর্ন মুহুর্তের অবসান ঘটিয়ে চিকিৎসা সহায়তায় সুস্থ্য জীবনের পুর্নতায় একাত্ম থাকার।।

 

হাসান গাজীর ব্যয়বহুল চিকিৎসায় সাহায্য সহায়তার জন্য মনবতার ফেরিওয়ালাদের এগিয়ে আসার আহব্বান জানিয়েছেন ওই এলাকার আমজনতা।মানবদরদী মানবরুপী মানুষের অর্থ সাহায্য সহায়তার জন্য হতদরিদ্র আইয়ুব গাজীর মুঠোফোনের বিকাশ নাম্বর দেয়া হলো। সাহায্য সহায়তা করুন। আপনার আমার সহানুভুতির বিবেক দর্পনে সাহায্যর হাত প্রসারিত করে সুস্থ্য জীবন ফিরে পেতে সুচিকিৎসায় মস্তিস্ক বিকৃত যুবক হাসান গাজীর চলমান অসহায়ত্বে নির্লিপ্ততা না দেখানোর অনুরোধ মানবতার ফেরিওয়ালাদের প্রতি।

 

বিকাশ নাম্বর-০১৭৮৯৩৬১০৫ এবং ০১৮১৪৫৭১৪০৮।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *