সোহেল আহাদ, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার চুন্টাতে ব্যারিস্টার রুমিন ফারহানার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।শনিবার (২৮ জুন) ছয়টায় চুন্টা সেন বাড়ির মুক্তমঞ্চে ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক, সহ-সভাপতি এবিএম মমিনুল হক, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুল জব্বার, পাক শিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাউসার, ব্রাহ্মণবাড়িয়া কোর্টের অতিরিক্ত বিপি বিএনপি নেতা এডভোকেট শরিফ উল্লাহ প্রমূখ।সমাবেশে বক্তারা বিএনপি নেতৃবৃন্দকে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন আগামী নির্বাচন হবে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, আপনারা ইতোমধ্যে জেনেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসনের সাথে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস লন্ডনে মিটিং হয়েছে। আগামী রমজানের আগে দেশে নির্বাচন হবে, সারাদেশের জনসাধারণ নির্বাচনের অপেক্ষায় প্রহর গুনছে ভোট দেওয়ার জন্য।
গত ১৭ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি ফ্যাসিবাদ আওয়ামী সরকার দেশে গুম, খুন, হত্যা চালিয়েছে, লুটপাট করে গেছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন ১৭ বছর নির্বাসিত। সারাদেশে বহু নেতাকর্মী জেল খেটেছেন, জীবন দিয়েছেন দলের জন্য। বিএনপি জনগণের দল প্রতিষ্ঠা লগ্ন থেকে বিএনপি দেশের জন্য কাজ করেছে, দেশের উন্নয়নে ভূমিকা রেখেছে।
ব্যারিস্টার রুমিন ফারহানা আরো বলেন, আগামীতে সরকার ক্ষমতায় গেলে আমি যদি এমপি হতে পারি এই এলাকার উন্নয়নে ভূমিকা রাখব। রাস্তাঘাট করব, সরাইল গ্যাসের বাড়ি সরাইলে গ্যাস নেই, চুন্টা, পাকশিমুল, অরুয়াইলে গ্যাসের ব্যবস্থা করব। আমি বেকার ছেলেদের প্রশিক্ষণের ব্যবস্থা করব। আমি সারা বাংলাদেশ বিএনপির কাজে গিয়েছি কোথাও রাস্তাঘাটের এমন দুর্দশা দেখিনি। বিগত সরকার এখানে কোন উন্নয়ন করেনি। আপনারা বিএনপিকে ভোট দেন। আমি ওয়াদা করছি বিএনপি ক্ষমতায় গেলে আপনাদের উন্নয়ন হবে।
এর আগে গত দুদিন স্থানীয় বিএনপি’র একাংশ রুমিন ফারহানার কর্মী সমাবেশের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করে। শনিবার সকালে প্রতিবাদকারীরা কালো পতাকা মিছিল করে। উপজেলা প্রশাসন কর্মী সমাবেশ স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোশারফ হুসাইন চুন্টা গিয়ে প্রতিবাদকারীদের সাথে কথা বলে তাদের কর্মসূচি বন্ধ করেন।