আরাকান আর্মির হাত থেকে দুই কিশোরকে ফেরত আনলো বিজিবি

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

কক্সবাজার প্রতিনিধি :

মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি’র হাতে আটক কক্সবাজারের টেকনাফের দুই কিশোরকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ফেরত আসা দু’জন হলেন- টেকনাফ হ্নীলা ফুলের ডেইলের জাফর আলমের ছেলে মো. ছাবের (১৪) ও একই গ্রামের মো. মনজুরের ছেলে আব্দুর রহমান (১২)।

শুক্রবার (২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরাকান আর্মি আটককৃত দুই কিশোরকে ঘুমধুম ফ্রেন্ডশিপ ব্রীজ দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে। বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

অধিনায়ক বলেন, ‘মঙ্গলবার (১৩ আগস্ট) টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি হ্নীলা বিওপির সীমান্ত পিলার-১২ হতে আনুমানিক ৬০০ গজ উত্তর দিকে নাফ নদীতে মাছ ধরার উদ্দেশ্যে যায়। এসময় আরাকান আর্মি তাদেরকে আটক করে নিয়ে যায়। আটককৃত দুই কিশোরের পরিবারের তথ্যের ভিত্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে এবং সার্বক্ষণিক প্রয়োজনীয় সমন্বয়ের মাধ্যমে তাদের শুক্রবার বাংলাদেশে ফেরত আনা হয়।’

পরে প্রয়োজনীয় কার্যক্রম শেষে দুই কিশোরকে তাদের স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানায় ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী।

 

Advertisement
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement
Advertisement
Advertisement