আরেফিন তুষারের মৃত্যুতে সাংবাদিক সমাজের শোকের ছায়া

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

জেলা প্রতিনিধি(বরিশাল):
বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক কালবেলা পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান, সাংবাদিক আরেফিন তুষার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এ অকাল মৃত্যুতে বরিশালের সাংবাদিক মহলসহ সারাদেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া ।
সাংবাদিক আরেফিন তুষার দীর্ঘদিন ধরে স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। তিনি সততা, নৈতিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে সহকর্মীদের কাছে ছিলেন প্রেরণার উৎস। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আনিসুর রহমান খান স্বপন ও সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লা বলেন, “আরেফিন তুষার ছিলেন আমাদের সহকর্মীদের মধ্যে একজন নির্ভীক ও নিবেদিতপ্রাণ সাংবাদিক। তার মৃত্যুতে সাংবাদিক সমাজ অপূরণীয় ক্ষতির সম্মুখীন হলো।
তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি সাংবাদিকদের অধিকার ও সমাজের কল্যাণে তার ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেছেন। বরিশাল প্রেস ক্লাব, স্থানীয় সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও শোক প্রকাশ করেছে। তারা এক বিবৃতিতে বলেন, আরেফিন তুষারের অভাব সহজে পূরণ হবার নয়। আরেফিন তুষার সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য-সংস্কৃতি অঙ্গনেও সমানভাবে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে শুধু সাংবাদিক সমাজ নয়, বরং সমগ্র বরিশালবাসী একজন সৃজনশীল মানুষকে হারালো। #

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ