আশুলিয়ায় মধ্যরাতে বাসে আগুন

আশুলিয়ায় মধ্যরাতে বাসে আগুন
আশুলিয়ায় মধ্যরাতে বাসে আগুন
নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

তৌকির আহাম্মেদ,সাভারঃ

সাভারের আশুলিয়ায় মহাসড়কের পাশে রাখা একটি বাসে আচমকা আগুন ধরে যায়। পাশের ফায়ার স্টেশন থেকে  একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।রবিবার দিবাগত মধ্যরাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  ডিইপিজেডের নতুন জোনের চন্দ্রাগামী লেনে লাব্বাইক পরিবহনের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রনব চৌধুরী বলেন, বাসটি মহাসড়কের পাশে ছিল। বাসে কোন যাত্রী কিংবা কোন স্টাফ ছিল না। আগুন লাগার সাথে সাথে আমাদের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলের পাশেই ফায়ার স্টেশন হওয়ায় বাসটিতে লাগা আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনের বাসটির ভিতরে সিটগুলো পুড়ে গেছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে এই কর্মকর্তা কিছু বলতে পারেননি। প্রাথমিকভাবে তিনি ধারণা করছেন, গাড়ির জানালা দিয়ে কেউ সিগারেটের আগুন ছুড়ে দিলে বাসের সিটে গিয়ে পড়ে আগুন ধরে যায়।  তবে তদন্তের অগ্নিকান্ডের প্রকৃত কারণ জানা যাবে বলেন তিনি।

 

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ