ওসমানী মেডিকেল কলেজের পানির ট্যাংকের পলেস্তারা পড়ে কর্মচারী নিহত

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

নিজস্ব প্রতিবেদক:

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের পানির ট্যাংকের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের এক কর্মী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা দুইটার দিকে মেডিকেল কলেজের শাহজালাল ছাত্রাবাসের বিপরীত দিকে এ ঘটনা ঘটে।

নিহত কর্মচারীর নাম মো. সুমন হোসেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিংয়ে (চুক্তিভিত্তিক) কর্মরত ছিলেন। তিনি মাগুরার শ্রীপুরের বিলনাথুর এলাকার মো. ইসলাম হোসেনের ছেলে।

পুলিশ ও মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সুমন হোসেন গতকাল রোববার রাতের পালার দায়িত্বপালন শেষে সকাল ৮টার দিকে কাজ শেষ করেন। পরে বেলা দুইটার দিকে মেডিকেল কলেজের শাহজালাল ছাত্রাবাসের পাশে একটি চায়ের দোকানে গিয়েছিলেন। এ সময় সেখানে থাকা একটি পানির ট্যাংকের পলেস্তারা খসে সুমনের মাথায় লাগে। এতে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিয়োগ বিজ্ঞপ্তি
বিস্তারিত জানতে নিয়োগ বিজ্ঞপ্তিতে ক্লিক করুন
Advertisement

দৈনিক আমাদের কণ্ঠ