এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বালিয়াতলী ইউনিয়ন ছাত্রদল নেতা মোঃ তুহিন তালুকদার (২৪) ও তার বড় ভাই কৃষক মোঃ হামিম তালুকদার (২৮) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে। রোববার (১০ নভেম্বর) বিকেল ৩ টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের লেবুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি আহত মোঃ তুহিন তালুকদার বলেন, নিজদের জমিতে বেকু দিয়ে কাজ করি, কাজ করা বেকুটি লেবুপাড়া রাস্তায় আটকে পড়ে, খবর পেয়ে আমি ও আমার বড় ভাই রাস্তার উপরে যাই, তখন ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদারের সাথে দেখা, তখন অকথ্য ভাষায় গালিগালাজ করে বলে রাস্তায় উঠেছিস কেন, দেখস নাই তোর বাপেরা ঢাকায় রাস্তায় সমাবেশ করছে, আমরা রাস্তায় উঠতাছি এসব বলে আমাদের উপর পূর্ব পরিকল্পিত ভাবে হামলা করে ইউনিয়ন শ্রমিকলীগ নেতা নাঈম তালুকদার, ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জসিম তালুকদার, চুন্নু তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাঈম তালুকদার সহ ১০/১২ জন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আমাদের ডাকচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে আমাদের প্রাণ রক্ষা পায়। পরে রক্তাক্ত অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই তাদের বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে কলাপাড়া থানা ওসি জুয়েল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে আহতদের খোঁজখবর নিতে ঘটনা দিন সন্ধ্যায় হাসপাতালে ছুটে যান উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন।