এস এম আলমগীর হোসেন(কলাপাড়া):
মা ইলিশ সংরক্ষণের স্বার্থে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা চলাকালীন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ও লালুয়া ইউনিয়নে প্রান্তিক পর্যায়ের কার্ডধারী জেলেদের মাঝে জিআর (জেনারেল রিলিফ) চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (৮ অক্টোবর) টিয়াখালী ও লালুয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাউছার হামিদ উপস্থিত থেকে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।টিয়াখালী ইউনিয়নের ৫৩৬ জন এবং লালুয়া ইউনিয়নের ২৫৭৭ জন নিবন্ধিত জেলের প্রত্যেককে ২৫ কেজি করে চাল প্রদান করা হয়।এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, প্যানেল চেয়ারম্যান মোঃ কাওছার, টিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাশেদ নিজাম, সহ ট্যাগ অফিসার ও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ বলেন, “সরকারি এই সহায়তা কার্যক্রমের মাধ্যমে মা ইলিশ সংরক্ষণে জেলেদের সহযোগিতা অব্যাহত থাকবে।#