এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়ায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম (২৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ জুন) রাত ১১টা ৪৫ মিনিট থেকে শনিবার (২৮ জুন) সকাল ৬টার মধ্যে উপজেলার ধানখালী ইউনিয়নের গণ্ডামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আঃ রহিম গণ্ডামারী গ্রামের মোঃ আব্দুর রহমান ও মোসা. খাদিজা বেগমের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রহিম রাতের খাবার শেষে মাছ ধরার উদ্দেশ্যে নৌকা নিয়ে ঘর থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরে না আসায় শনিবার ভোর ৬টার দিকে তার মা তাকে খুঁজতে বের হন। এ সময় বাড়ির সামনে মসজিদের দক্ষিণ পাশে রাস্তার উপর চার্জে রাখা একটি অটোর ভেতরে ছেলেকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে রহিমকে মৃত অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয় চৌকিদারকে খবর দিলে তিনি ঘটনাস্থলে পৌঁছে কলাপাড়া থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে কলাপাড়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকেই এ দুর্ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।